ProMASS: Agartala: Oct 6, 2016: পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারলে, ত্রিপুরায়ও করা যাবে বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে ত্রিপুরার বিজেপি শাখার সম্পাদক বিপ্লব দেব-এর বিরুদ্ধে। খবর লেখা পর্যন্ত এই মন্তব্যের প্রেক্ষিতে সিপিআই-এম দলের প্রতিক্রিয়া পাওয়া গেলেও, কিন্তু রাজ্য বিজেপি এখনো এই ব্যাপারে নীরব।
আজ আগরতলায় সি পি আই-এম দলের সম্পাদক বিজন ধর সাংবাদিক সম্মেলনে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, রাজ্যের মানুষের গনতান্ত্রিক অধিকার নসাৎ করে দিয়ে পেছনের দরজা দিয়ে ক্সমতা দখল করতে চাইছে বিজেপি। ত্রিপুরায় সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কিত বিজেপি’র সম্পাদকের মন্তব্যের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বিজন ধর বলেন, ক্ষমতা থাকলে ত্রিপুরায় বিজেপি এমন ‘স্ট্রাইক’ করে দেখাক।
দেশের বীর জওয়ানদের অসম সাহসিকতার দৃষ্টান্ত সার্জিক্যাল স্ট্রাইক-এর প্রসঙ্গ তুলে রাজনৈতিক ফায়দা তোলার বিজেপি’র প্রয়াস অত্যন্ত নিন্দনীয় এবং নিম্নরুচি সম্পন্ন বলে রাজ্য রাজনীতি বিশেষজ্ঞদের অভিমত। ত্রিপুরায় জনগণের ভোটে বামফ্রন্ট সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছে। ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, দ্বিতীয় স্থান দখলের জন্য বিজেপি দলের লড়াই চলছে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে। এইরকম ক্ষেত্রে রাজ্যে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার মত মন্তব্যে অনেকখানি ব্যাকফুটে বিজেপি দল – এমন মনে করছে রাজ্যের বুদ্ধিজীবি মহল। দেশের জওয়ানদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ভালো চোখে দেখছে না রাজ্যের তথ্যাভিজ্ঞমহল।
তবে অগণতান্ত্রিকভাবে রাজ্যের ক্ষমতা দখলের প্রয়াসে আখেরে বিজেপি’র সমূহ ক্ষতি বলে নিশ্চিত রাজনৈতিক মহল। বিজেপি সম্পাদকের এই ধরণের মন্তব্য করার অভিযোগ শুনে মুচকি হেসেছেন তৃণমুল কংগ্রেসের কিছু নেতা।