ProMASS: Jan 15, 2017: ত্রিপুরায় উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলি একটি অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস রিজিওনাল পার্টি ফোরাম গঠন করেছে বলে জানিয়েছেন আই এন পি টি দলের সভাপতি বিজয় রাঙ্খল। আজ আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিকদের তিনি একথা জানিয়ে বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর প্রতিবাদে আগামী ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকাল বনধ-এর ডাক দিয়েছে এই ফোরাম।
উপজাতিভিত্তিক অন্য একটি দল আই পি এফ টি-র সভাপতি এন সি দেববর্মা অভিযোগ করেন, এই বিল পাশ হলে সংখ্যালঘু উপজাতিদের অবস্থা বিপন্ন হবে। এই ধরনের বিল আনার জন্য তিনি মোদি সরকারের সমালোচনা করেন এবং জানান বিল রুখতে ধারাবাহিক আন্দোলন করা হবে। এদিনের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে আই এন পি টি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, এন সি টি-র সভাপতি অনিমেষ দেববর্মাও নিজেদের অভিমত প্রকাশ করেন।