Apr 19,2017: রোজ ভ্যালী কান্ডে অভিযুক্ত অসুস্থ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে মুখ্যমন্ত্রী তথা তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী গতকাল ভুবনেশ্বরে যান। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি সরাসরি হাসপাতালে যান। হাসপাতালে সুদীপবাবুকে দেখে ফেরার পর শ্রীমতী ব্যানার্জী সাংবাদিকদের বলেন,সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ। ডাক্তাররা জানিয়েছেন, তার হার্টের সমস্যা নিয়ে তারাও চিন্তিত। জেলে তাকে যেভাবে রাখা হয়েছে তা নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কাছে কেঁদে ফেলেছেন বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে দেখতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিচারকদের ধন্যবাদ জানান। দুজনেই ন্যায় বিচার পাবেন বলে তিনি আ্শা প্রকাশ করেন।সুদীপবাবুর যত্ন নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী চিকিৎসকদের অনুরোধ করেন।
রোজ ভ্যালী কান্ডে জড়িত থাকার অভিযোগে তেসরা জানুয়ারী সুদীপবাবুকে সি বি আই গ্রেফতার করে। তাকে ভুবনেশ্বরের একটি জেলে রাখা হয়। অসুস্থতার জন্য কয়েক সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন।মমতা ব্যানার্জী আজ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাত করতে পারেন। পুরীর জগন্নাথদেবের মন্দিরেও মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা। (AIR NEWS)