May 24, 2017: রাজ্য বিধানসভার তিন দিনের অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। অধিবেশনে THE TRIPURA STATE GOODS AND SERVICES TAX BILL 2017 পেশ করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। এদিন বিধানসভা প্রশ্নোত্তর পর্বে ভানুলাল সাহা জানান সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে সর্বোচ্চ যা দেওয়া যায় তাই কর্মচারীদের দেবে রাজ্যসরকার।
এ প্রসঙ্গে বিধায়ক রতন লাল নাথের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান রাজ্য রাজ্যসরকারী কর্মচারীদের বেতন ও ভাতার পুনবিন্যাস, মহার্ঘ ভাতা প্রদানের ভবিষৎসূত্র নির্ধরন,পে রিভিশন ২০০৯-এর বেতনক্রম সমূহের বৈষম্য দূরীকরন হেতু সুপারিশ প্রদান, পেনশনারদের পেনশনের হারের পুনবিন্যাস ইত্যদি বিষয়ে ৪৫ দিনের মধ্যে রাজ্যসরকারের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ গ্রহন করার প্রশ্নে অর্থমন্ত্রী জানান এখন পর্যন্ত দেশের চারটি রাজ্য এই বেতন কমিশনের প্রস্তাব হুবহু অনুসরন করছে। আমরা আমাদের মধ্যে থেকে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসরন করার চেষ্টা করছি পে এন্ড পেনশন রিভিশন কমিটি কী প্রস্তাব দেয় আমরা আগে তা দেখি।
এছাড়া জঙ্গীদের গুলিতে দক্ষিন ত্রিপুরার বাইখোড়ার পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা এস এস বির ১৫ নম্বরকারের র ব্যটেলিয়ানের সাব ইন্সপেক্টর অমল সরকারের মৃত্যুতে বিধানসভায় শোক প্রকাশ ও ধিক্কার জানানো হয়। এছাড়া কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভের মৃত্যুতে বিধানসভায় শোক জ্ঞাপন করা হয়।
বিধানসভায় বিধায়ক গোপাল রায়ের এক প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী জানান-আগরতলায় উড়ালপুলের নির্মান কাজ আগামী নভেম্বর মাসে সম্পন্ন হবে। উড়ালপুলের নির্মান কাজের গুনগত মান তদারকির কাজ দেখার জন্য সমস্ত-স্তরের বাস্তুকাররা নিয়োজিত রয়েছেন। এছাড়া দিল্লির-VKS Infratec Management Pvt Ltd কে Consultant হিসেবে নিয়োগ করা হয়েছে।