June 20, 2017: টানা বর্ষনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সদরে সব মিলিয়ে এক হাজার পরিবার জলবন্দি হয়ে পড়েছে। সদরের মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী আজ জানিয়েছেন, বিভিন্ন ত্রান শিবিরে আড়াইশ এর মত পরিবার আশ্রয় নিয়েছে। প্রতাপগড়, রেশমবাগান, খয়েরপুর, যোগেন্দ্রনগর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলবন্দি লোকদের উদ্ধারে বিভিন্ন এলাকায় নৌকা নামানো হয়েছে। এস ডি এম সহ প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। হাওড়ানদীর জল বাড়ছে বলে জানা গেছে।
প্রবল বর্ষনে খোয়াই জেলার তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। ৮৪২ টি পরিবারের লোক জন ১৯টি ত্রান শিবিরে আশ্রয় নিয়েছে। ধ্বস পড়ে, গাছ ভেঙে আসাম আগরতলা জাতীয় সড়কের ৪৪ মাইল এলাকয় যান চলাচল বিঘ্নিত হয়েছে। ধ্বস সরানোর পর ছোট গাড়িগুলির চলাচল শুরু হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা শাসক আকাশবানিকে জানিয়েছেন, সকাল থেকে প্রবল বর্ষনে খোয়াই নদীতে জল স্ফীতি দেখা দেয়। তবে নদীর জল ধীরে ধিরে কমছে ।
তেলিয়ামুড়ার পুর পরিষদ এলাকার কিছু অংশ মহরছড়া, কল্যানপুরের দ্বারিকাপুর, বাগান বাজার, উত্তর গিলাতলী এ ডি সি ভিলেজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আজ মহাকরনে মুখ্যমন্ত্রী মানিক সরকারের পৌরহিত্যে এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী । বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতির আলোচনা করা হয় এবং ব্যবস্থা গ্রহন করা হয়।