ProMASS: Nov 28 2016: ব্যাঙ্কগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহ না করা পর্যন্ত পুনরায় ৫০০ ও ১০০০টাকার নোট লেনদেনের সুযোগ দেওয়ার দাবিতে আজ ১২ ঘন্টার ধর্ম ঘটের ডাক দিয়েছে রাজ্যের বামফ্রন্ট কমিটি। সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। অত্যাবশ্যকীয় পরিসেবাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া ব্যাঙ্ক ও ডাকঘরের লেনদেনকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সিপি আই এম এল কমিউনিষ্ঠ দলের পক্ষ থেকেও আজ রাজ্যে ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের দরুন রাজধানী আগরতলার যানবাহন চলাচল প্রায় স্তব্ধ রয়েছে। দোকান পাট ওবিশেষ খোলেনি। তবে বিমানযাত্রীদের জন্য আগরতলা পশ্চিম থানা থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সারা দিনে বাসগুলো ৭বার বিমানবন্দরে যাওয়া আশা করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদে আজকের রাজ্য বনধের বিরোধিতা করেছে প্রদেশ কংগ্রেস। গতকাল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সংম্মেলনে দলের সভাপতি বিরজিত সিংহ অভিযোগ করেন, বনধের ফলে জনগনের দুভোর্গ আরো বাড়বে। আজ রাজ্যে আক্রোশ দিবস পালন করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে প্রদেশ তৃনমূল কংগ্রেসও এই বনধের বিরোধীতা করেছেন। বিধায়ক আশীষ কুমার সাহা এই বনধকে জনস্বার্থ বিরোধী বলে আখ্যায়িত করেন। আজ সারা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করা হবে তিনি জানিয়েছেন। বিজেপিও এই বনধের বিরোধিতা করেছে।
Courtesy:AIR NEWS