ProMASS: DEC 14,2016: রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী ১৫ই ডিসেম্বর থেকে শুরুহবে। একাদশ বিধানসভার এটি হবে দ্বাদশ অধিবেশন। গতকাল অধিবেশন নিয়ে বিধানসভার বিজনেস এডভাইসরি কমিটির বৈঠকে কার্যসূচি নির্ধারন করা হয়েছে।বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানিয়েছেন, অধিবেশন বসবে তিনদিনের জন্য। ১৫ ডিসেম্বর ১৬ ডিসেম্বর ও ১৯শে ডিসেম্বর। অধিবেশনে The protection of interests of depositors বিলের সংশোধনী পেশ করা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন।
Courtesy: AIR NEWS