Enewstime Article Images
Feature

Rath Yatra and Mela: A Bengali poem

রথের মেলা

 

মাটির রবি ,সিংহ,টিয়া,

ছেলেটা প্যান্ট ধরে,

হুঁকো মুখো বুড়োর ঘাড়

বড্ড নড়বড়ে !

সঙ্গে ছিল পাঁপড় ভাজা,

ঝুলন খেলনা যত,

রথের দড়ি ধরবে বলে

ভীড় হত যে কত!

মা দেখত গাছের বাহার,

আমি দেখতাম সবই,

নাগরদোলা চড়া হলেও

বেলুন ফাটানো বাকি।

 কালোবেগুনী টিনের ঢোল

দিচ্ছে হাতছানি ,

বৃষ্টি তখন ঝমঝমিয়ে

ফিরতে হত বাড়ি।

 

আষাঢ় আসে বছর ঘুরে,

পেয়ারা পাতায় জল,

টিউশন আর টেনিস আছে,

মেলা! কখন যাবি বল?

শপিং মল আর অনলাইন

 সারা বছর ধরে,

কাদা-জলে  হাঁটাহাঁটি,

তারচেয়ে চল ঘরে।

রথের মেলা ,রথের মেলা,

হারিয়ে গেছে আমার,

এখন আমি এক্সিবিশন,

বার্বি ঘরের বাহার।

You can share this post!