ProMASS, Agartala: Nov 21: মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার সন্ধ্যায় কাকড়াবনবেসিক ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি কলেজের নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী কলেজের অধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিদের নিয়ে পৃথক একটি আলোচনা সভাও করেন। সভায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অবিলম্বে একটি পুনর্মিলন উৎসব করার জন্য। সেখানে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের উপস্থিত করানোর কথাও বলেন তিনি। পাশাপাশি এলাকার শিক্ষানুরাগী এবং ছোট ছোট ছেলেমেয়েদেরও এই অনুষ্ঠানে সামিল করতে তিনি পরামর্শ দেন। এই বেসিক ট্রেনিং কলেজটিকে একটি আদর্শ শিক্ষাকেন্দ্রে এবং দর্শনীয় স্থান হিসেবেও গড়ে তুলতে কলেজ কতৃপক্ষকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।এই সভায় অন্যান্যদের মধ্যে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, গোমতী জেলার জেলা শাসক র্যাভেল হেমেন্দ্র কুমার, অতিরিক্ত জেলা শাসক অনিমেষ দাশ, মহকুমা শাসক সুভাশীষ বন্দোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।
কাকড়াবন বেসিক ট্রেনিং কলেজ পরিদর্শনের পর সন্ধ্যায় উদয়পুর সার্কিট হাউসে মাতাবাড়ী এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সভা করেন। সভায় পর্যটন মন্ত্রী রতন ভৌমিক,বিধায়ক মাধব সাহা, মাতাবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রেখারানী মজুমদার, প্রধান সচিব রাকেশ সারোয়াল, গোমতী জেলা শাসক র্যাভেল হেমেন্দ্র কুমার, মহকুমার শাসক সুভাশীষ বন্দোপাধ্যায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন উপস্থিত ছিলেন। বৈঠকে মাতাবাড়ীর সার্বিক উন্নয়ন বিস্তারিত আলোচনা হয়। সভায় মুখ্যমন্ত্রী মাতাবাড়ী সংলগ্ন এলাকার মাতাবাড়ী হাই স্কুলের নবনির্মিত হাই স্কুলের নবনির্মিত স্কুল ঘরের খোঁজ খবর নেন। তিনি আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্যান্য অসম্পূর্ণ কাজ শেষ করে জানুয়ারী মাসে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। এরপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে মাতাবাড়ী প্রাঙ্গন পরিদর্শন করে কি কি কাজ করা যায় তার জন্য পরিকল্পনা গ্রহন করতে পরামর্শ দেন। পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী মাতাবাড়ী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মের খোঁজ খবর নেন।