ProMASS: Jan 04, 2017: রাজ্যপাল তথাগত রায় গতকাল বিকেলে আখাউড়া চেকপোষ্ট পরিদর্শন করেন। এই প্রথম তিনি আখাউড়া চেকপোষ্টে ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা নামানোর অনুষ্ঠান উপভোগ করেন। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে রাজ্যপাল তথাগত রায়কে গার্ড অফ অনার প্রদান করা হয়। রাজ্যপালের সাথে তাঁর সহধর্মিনী অনুরাধা রায় সহ পরিবারের সদস্যরাও ছিলেন।
Courtesy: AIR NEWS