ProMASS: DEC 19,2016: আজ বিকেল চারটায়, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের ৪৪টি শূন্য আসনের উপনির্বাচনের সরব প্রচার শেষ হচ্ছে আগামী ২১ শে ডিসেম্বর, বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে গ্রাম পঞ্চায়েতর ৪১টি, পঞ্চায়েত সমিতির দু’টি ও জিলা পরিষদের একটি শূন্য আসনে । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ২১ শে ডিসেম্বর সকাল ৭ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন করা হবে।
Courtesy: AIR NEWS