ProMASS: DEC 05, 2016:
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের ৪৭ টি শূন্য আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ। এই উপনির্বাচনে এখন পর্যন্ত ১৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছেন।এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের ৪৪ টি আসনে প্রার্থীআরয়েছেন ১৩২জন। এতে বিজেপি’র প্রার্থী ৩৮ জন, কংগ্রেসের ২২ জন, সিপিএমের ৪২ জন, সিপিআই’র ২ জন, তৃনমূল কংগ্রেসের ২৭ জন ও নির্দল প্রার্থী রয়েছেন একজন।
পঞ্চায়েত সমিতির দুটি আসনে বিজেপি, সিপিএম, কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের দু’জন করে প্রার্থী রয়েছেন। জিলা পরিষদের একটি আসনে উপনির্বাচনে প্রার্থী রয়েছেন ৫ জন। উল্লেখ্য, ঋষ্যমুখ, সাতচাঁদ ও রাজনগর ব্লকে একটি করে আসনে শুধুমাত্র সিপিএম প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ফলে ঐ তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ের পথে সিপিএম প্রার্থীরা।
Courtesy:AIR NEWS