ProMASS: DEC 12, 2016: নিপকোর মনারচক তাপবিদ্যুত প্রকল্পে পূর্নমাত্রায় ১০২ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন গতকাল থেকে শুরু হয়েছে। স্ট্রীম টারবাইনে বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৫ মেগাওয়াট। গতকাল স্ট্রীম টারবাইন থেকে পরীক্ষামূলক ভাবে ৩৫ মেগাওয়াট বিদ্যুত-ই উৎপাদন হচ্ছে। গত ২৫ শে নভেম্বর থেকে মনারচক প্রকল্পে ONGC দৈনিক পাঁচ লক্ষ্ ঘন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করেছে। নিপকোর এক মুখপাত্র গতকাল এ খবর জানান।
Courtesy: AIR NEWS