ProMASS: DEC 15, 2016: সিপিআই (এম) নেতা মুখ্যমন্ত্রী মানিক সরকার, মানুষের স্বার্থে কাজ করার জন্য,যুব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে,চার বাম ছাত্র সংগঠন, SFI, TSU, TYF, এবং DYFI আয়োজিত,কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর স্মরনে, এক আলোচনা সভায় মুখ্যমন্ত্রী এই আহবান জানান। তিনি প্রয়াত ফিদেল কাস্ত্রোর জীবনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
এছাড়া ন্যাশনাল স্কুল অব ড্রামার (NSD) দিল্লীর উদ্যোগে, আজ থেকে আগরতলায়, পাঁচদিন ব্যাপী রাষ্ট্রীয় পূর্বোত্তর ‘রং-উৎসব’-২০১৬ শুরু হচ্ছে। NSD ত্রিপুরা সেন্টারের অধিকর্তা বিজয় সিং জানান, পাঁচদিন ব্যাপী এই উৎসবে বাংলা, হিন্দি,পাঞ্জাবী, মালয়ালাম এবং গুজরাটি ভাষায় নাটক উপস্থাপন হবে। এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
Courtesy: AIR NEWS