ProMASS: DEC 05, 2016:
স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষক নিয়োগের জন্য রাজ্যে প্রথম বারের মতো শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হল। এম.বি.বি কলেজ ও বি.বি.এম.সি এই দুটি সেন্টারে গতকাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা নিয়ামক প্রত্যুষ দেব আকাশবানীর প্রতিনিধিকে জানান, স্নাতক স্তরের শিক্ষক নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার বা এস টি জি টি পরীক্ষার পরীক্ষার্থী ছিল ১,৬০৫ জন। পরীক্ষায় বসেছে ১,৪৫৭ জন। সোস্যাল সায়েন্স, বায়ো সায়েন্স ও পিওর সায়েন্স এই তিনটি বিষয়ে এস টি জি টি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ফর পোষ্ট গ্র্যাজুয়েট টিচার বা এস টি পি জি টি পরীক্ষার্থী ছিল ১,৮৩৪ জন। পরীক্ষায় বসেছে ১,৭৩৩ জন। মোট ১৫ টি বিষয়ে এস টি পি জি টি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Courtesy:AIR NEWS