ProMASS: Dec 26, 2016: রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল প্রভু যীশুখ্রীষ্টের আবির্ভাব দিবস-বড়দিন উদযাপিত হয়।আগরতলার ডনবসকো, মরিয়মনগর গীর্জা সহ রাজ্যের বেশ কিছু গীর্জা ঘরে অধিক রাত পর্যন্ত লোক সমাগম ছিল। আগরতলার বিভিন্ন খাবারের দোকানে, শপিং মলে এই দিনে ভিড় লক্ষ্য করা গেছে।
Courtesy: AIR NEWS