ProMASS: Dec 30, 2016:
নতুন ইংরেজি বছরের শুরুতেই আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত যাত্রী ট্রেন চলাচল শুরু হতে পারে। এর প্রাথমিক প্রস্তুতি খতিয়ে দেখতে লামডিঙ ডিভিশনাল ম্যানেজার পি কে. জৈন-এর নেতৃত্বে এন. এফ রেলওয়ের এক প্রতিনিধিদল গত বুধবার আগরতলা-উদয়পুর রেলপথ পরিদর্শন করেন। আগরতলায় এন.এফ রেলওয়ে এক কর্মকর্তা এই খবর জানিয়ে বলেন, আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে এই রুটে প্রথম ট্রেন চলতে পারে। আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত মোট ৫টি স্টেশন রয়েছে। সবগুলি স্টেশনের কাজই শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Courtesy: AIR NEWS