ProMASS: Jan 11, 2017: আগামী কুড়ি জানুয়ারী উদয়পুর পর্যন্ত যাত্রী রেল চলাচল শুরু হচ্ছে। দার্জিলিং থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, এই পরিষেবার সূচনা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভুর উদ্ধৃতি দিয়ে এই সংবাদ জানান BJP রাজ্য সভাপতি কুমার দেব। গতকাল বিকালে কুমারঘাটে আহুত সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব জানান, রাজ্যে আরেকটি বিকল্প ব্রডগেজ লাইনের জন্য BJP ‘র প্রস্তা্ব সক্রিয়ভাবে কেন্দ্রীয় সরকার বিবেচনা করছে। প্রস্তাবিত এই বিকল্প রেলপথে থাকবে কৈলাশহর, খোয়াই, কমলপুর প্রভৃতি মহকুমা। সাংবাদিক সম্মেলনে BJP’র রাজ্য সহ সভাপতি রামপ্রসাদ পালও উপস্থিত ছিলেন।
কিশোরী উৎকর্ষ মঞ্চ
স্কুল পড়ুয়া রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তগর্ত, কিশোরীদের কল্যানে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘কিশোরী উৎকর্ষ মঞ্চ’ রাজ্যেও চালু হল। গতকাল আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠানে রাজ্যের ৮টি জেলার সবকয়টি থেকে ২০০ জন কিশোরী ছাত্রী অংশ নিয়েছে। কিশোরিদের সাংস্কৃতিক, ক্রীড়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রতিভার বিকাশেই এই ধরনের প্রকল্প চালুর উদ্দেশ্য । দু’দিনের এই কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধন করে সমাজকল্যানমন্ত্রী বিজিতা নাথ বলেন, সমাজে প্রতিটি মেয়েই প্রতিভা ধর। তাদের বিকশিত হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ দরকার। প্রধান অতিথির ভাষনে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, আমাদের সমাজে, মেয়েদের অবহেলার বিভিন্ন ব্যবস্থা এখনও চালু রয়েছে। এই ব্যবস্থা, সমাজ থেকে উৎখাত করতে হবে। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজীবগান্ধী খেলরত্ন পুরস্কারে ভুষিত আন্তর্জাতিক জিমনাস্ট দীপা কর্মকার।
Courtesy: AIR NEWS