পড়ুয়াদের জন্য মোদি সরকার নতুন একটি ওয়েব পোর্টাল চালু করেছে। এডুকেশন লোন পেতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য এবছরের স্বাধীনতা দিবসের দিন ‘বিদ্যালক্ষ্মী’ (www.vidyalaxmi.co,in) নামে এই নতুন পোর্টালটি চালু হয়েছে। এডুকেশন লোন ছাড়াও, এই পোর্টালটিতে থাকছে সরকারের বিভিন্ন স্কলারশিপ স্কীম সংক্রান্ত খবরাখবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন অর্থ বিষয়ক পরিষেবা দপ্তর, কেন্দ্রীয় মানব কল্যাণ মন্ত্রকের অধীন উচ্চ শিক্ষা দপ্তর এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস্ অ্যাসোসিয়েশন (আই বি এ)-এর যৌথ পরিচালনায় এই। বিদ্যালক্ষ্মী পোর্টালটি তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এনএসডিএল ই-গভর্নেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (এনএসডিএল ই-গভ:)।
ব্যাঙ্কের এডুকেশন লোনের জন্য আবেদনপত্র, একাধিক ব্যাঙ্কে এই লোনের জন্য আবেদন করার সুবিধা এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক দ্বারা আবেদনপত্র প্রক্রিয়াকরণের পর্যায় বা স্ট্যাটাস ইত্যাদি বিষয়েও তথ্য ছাত্র-ছাত্রীরা জানতে পারবে ঐ পোর্টাল থেকে। এখনো পর্যন্ত ১৩টি ব্যাঙ্ক বিদ্যালক্ষ্মী পোর্টালে ২২টি শিক্ষা ঋণ প্রকল্প নথীভুক্ত করেছে। এছাড়া ৫টি ব্যাঙ্ক যেমন, এসবিআই, আইডিবিআই, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া ইতিমধ্যে নিজস্ব লোন প্রসেসিং পদ্ধতি এই পোর্টালের সাথে সংযুক্ত করেছে, যাতে আবেদনকারীরা ঋণ প্রক্রিয়াকরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে সহজেই জানতে পারবে।