সবচেয়ে সস্তা ন্যানো গাড়ির চাইতেও সস্তা গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলো রাজস্থানের রবি পারোদা। ঝালাওয়ার-এর সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আজমীরের বাসিন্দা রবির দীর্ঘদিনের স্বপ্ন গ্রামের মানুষের জন্য সস্তায় চার-চাকা যান তৈরি করার। স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে গেছে আজমীরের এই তরুন। চার চাকার চার সিটার গাড়ি বানাতে রবির খরচা হয়েছে ৪০ হাজার টাকা। মাইলেজও মন্দ নয়, টেস্ট ড্রাইভের সময় ১লিটারে গাড়িটি ৫০ কিমি চলেছে। রবি’র এখন স্বপ্ন হলো ফসিল ফুয়েল ব্যবহার না করে বায়ো ফুয়েল ব্যবহার করা যায় এমন গাড়ি নির্মাণে।News18.com এই খবর জানিয়েছে।
দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা যদি এইভাবে সাধারণ মানুষের জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার্য করে তোলার জন্য ভাবনা চিন্তা করে, তা হলে ভারতের মতো উন্নয়নশীল দেশে সামাজিক বৈষম্য অনেকটাই হয়তো কমবে। অত্যাধুনিক গ্যারেজ বা খরচা সাপেক্ষ ম্যানুফেকচারিং ইউনিট ছাড়াই যদি গাড়ি বানানো যায়, তাহলে দেশের গ্রামীন অর্থনীতিতে দারুন ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
কেমন হবে যদি ত্রিপুরার এন আই টি বা টি আই টি’র ছাত্র-ছাত্রীরা এমনভাবে তাক লাগানো উদ্ভাবনী কিছু তৈরি করতে পারে?