ProMASS: Jan 06, 2017: ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে গতকাল থেকে মেলাঘরের রাজঘাটে নীরমহল পর্যটন উৎসব শুরু হয়েছে। পযর্টনমন্ত্রী রতন ভৌমিক এই উৎসবের উদ্ধোধন করে বলেন, নীলমহলকে কেন্দ্র করে রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে রাজ্য উদ্যোগ নিয়েছে। নীরমহলকে রাজ্যের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসাবে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে যুবকল্যানমন্ত্রী শহীদ চৌধুরী পর্যটকদের প্রতি আতিথেয়তার উপর গুরুত্ব দিয়েছেন। অন্যান্যদের মধ্যে ছিলেন, বিধায়ক শ্যামল চক্রবর্তী, তাপস দাস ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ্য ভট্টাচার্য। দুদিনের এই উৎসবে রাজ্যের ও বহিরাজ্যের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল সঙ্গীত প্রতিযোগীতা ইত্যাদি এবং রকমারি খাদ্য তৈরি ও বিক্রির ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে তথ্য ও সংস্কৃতি দপ্তর গোমতি জিলা পরিষদ এবং মাতাবাড়ি ব্লকের উদ্যোগে আগামী ১৭-১৯ জানুয়ারী উত্তর মহারানী পঞ্চায়েত মাঠের মুক্তমঞ্চে মহারানী জল উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে সফল করার জন্যও গতকাল উত্তর মহারানী পঞ্চায়েত কার্যলয়ে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রেখারানী মজুমদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৭ থেকে ১৯ শে জানুয়ারী উত্তর মহারানী পঞ্চায়েত মাঠের মুক্তমঞ্চে তিনদিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে মনসা মঙ্গল, বিভিন্ন গ্রামীন ক্রীড়া, নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Courtesy: AIR NEWS