ProMASS: Jan 05, 2017: রোজভ্যালি কান্ডে তৃনমূল কংগ্রেস সাংসদ এবং লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বরের বিশেষ আদালত ১০-ই জানুয়ারী পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।গত মঙ্গলবার সল্টলেকের সিজিওকমপ্লেক্সে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর তৃনমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতাকে সিবিআই গ্রেপ্তার করে। রাতেই তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় ।রোজভ্যালির আর্থিক প্রতারনায় অভিযুক্ত আরেক তৃনমূল কংগ্রেস সাংসদ তাপস পালও এখন ভুবনেশ্বরে সিবিআই হেফাজতে রয়েছেন।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে তৃনমূল কংগ্রেস সাংসদরা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল ক’রে যাওয়ার সময় পুলিশ তাঁদের বাধা দেয়। সাংসদ সৌগত রায়ের অভিযোগ,পুলিশের হাতে তাদের কয়েকজন নিগৃহীত হন। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ন ভাবে বিক্ষোভ দেখানোর কর্মসূচী থাকলেও পুলিশ মাঝপথেই তাঁদের আটকে দেয়। তৃনমূল কংগ্রেসের আরেক সাংসদ ডেরেক ও’ব্রায়েনও ট্যুইট ক’রে পুলিশী নিগ্রহের অভিযোগ করেছেন। ওড়িষার ভুবনেশ্বরে সিবিআই দপ্তরের সামনেও বিক্ষোভ দেখানো হয়।
Courtesy: AIR NEWS