ProMASS: Jan 06, 2017: পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখে আগামী অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ স্থির করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ কলকাতায় সব দফতরের মন্ত্রী, সচিবদের নিয়ে রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে বসবেন। টাউন হলের এই বৈঠকে বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা ছাড়াও রাজ্য সরকার সম্প্রতি যে এগারোটি দফতরকে অন্য দফতরের সঙ্গে যুক্ত করেছে, নতুন সেই দফতরগুলির কার্যাকারিতা নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বছরের শুরুতেই অনুষ্ঠিত এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী, নতুন অর্থবছরে বিভিন্ন দফতরের কাজের লক্ষ্যমাত্রা স্থির করে একটি প্রশাসনিক ক্যালেন্ডার প্রকাশ করতে পারেন।
Courtesy: AIR NEWS