ProMASS: Jan 02, 2017: পুথিবা সামাজিক ও সংস্কৃতিক সংস্থার উদ্যোগে ৫ থেকে ৯ জানুয়ারী পর্যন্ত পাঁচ দিন ব্যাপী মনিপুরি সম্প্রদায়ের-লাই হারোওবা উৎসব ও মেলা রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে। অভয়নগরের পুথিবা দেবতা মন্দিরের প্রাঙ্গনে এই মেলায় মনিপুর থেকে ৪০ সদস্যক একটি সাংস্কৃতিক দল অংশ নেবে। ৫জানুয়ারী উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সাংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠানে সংসদ জিতেন্দ্র চৌধুরী উপস্থিত থাকবেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনের সংগঠনের পক্ষে সম্পাদক দীপক কুমার সিনহা এ খবর জানান।
Courtesy: AIR NEWS