ProMASS News Bureau: Agartala Circle: Aug 28, 2016: ত্রিপুরার খোয়াই জেলার সি পি আই (এম)-এর জেলা সম্পাদক, দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজ্য বিধানসভার প্রোটেম স্পীকার সমীর দেব সরকার দীর্ঘদিন ক্যানসার রোগের সঙ্গে লড়াই করে, অবশেষে হার মানলেন – আজ ভোরে প্রয়াত হলেন খোয়াই জেলা তথা রাজ্যের অন্যতম প্রভাবশালী বামপন্থী নেতা।
আগরতলায় দলীয় সদর দপ্তরে সি পি আই এম দলের রাজ্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান। আজ বেলা ১১টা নাগাদ সি পি আই (এম) দলের সদর দপ্তরকে চিরতরে বিদায় জানিয়ে খোয়াই-এর পথে প্রয়াত সমীর দেব সরকারের শেষ যাত্রা শুরু হয়। তিনি ১২ ডিসেম্বর ১৯৪৯ সালে খোয়াই-এর সিঙ্গিছড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালে তিনি দলীয় সদস্যপদ লাভ করেন। সংসদীয় রাজনীতিতে তিনি ১৯৮৩ সালে প্রথমবার বিধানসভার সদস্য হন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসার রোগে ভুগছিলেন। বিগত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং ২৭ আগষ্ট তাঁকে ভেনটিলেশন-এ রাখা হয়। তিনি অকৃতদার ছিলেন।