ProMASS News Bureau: Agartala: Sep 10, 2016: ত্রিপুরা প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েসন এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েসন (ত্রিপুরা রাজ্য কমিটি) এর যৌথ ব্যবস্থাপনায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুইদিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন সর্বভারতীয় কর্মচারি অ্যাসো-এর সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কাইয়া চলম্ ও সর্বভারতীয় ব্যাঙ্ক অফিসারাস্ –এর সাধারণ সম্পাদক রাজেন নাগর। উপস্থিত ছিলেন রাজ্য সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ-এর সাধারন সম্পাদক বিমান তালুকদার। সম্মেলনে প্রধান অতিথির ভাষণে চলম্ বলেন, দেশের বর্তমান সরকার ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে ও ব্যাঙ্কের অর্থনৈতিক বুনিয়াদ নিয়ে কোনরকম হেলদোল নেই। বড় বড় শিল্পপতিদের কাছ থেকে বকেয়া ঋন আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোন উল্লেখযোগ্য উদ্যোগ নেই, ফলে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে।
উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, খুব দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আয়োজকদের এই সম্মেলন করতে হচ্ছে। ভারতবর্ষের পরিস্থিতি দিন কে দিন খারাপের দিকে যাচ্ছে। গত ২৮ মাসের ‘আচ্ছে দিন’-এর মোদি সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতির খেলাপ করেছে। দেশের বাইরে জমাকৃত কালো ধন উদ্ধারে মোদি সরকার গঠনমূলক উদ্যোগ নেবে বলে গত লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার তিন বছর পূর্ণ হওয়ার দোড়গোড়ায় এসে পৌঁছেও, সেই প্রতিশ্রুতির সিকিভাগও পূর্ণ করতে পারে নি।
উল্লেখ্য, কর্মসংস্থান সহ বকেয়া ঋণ আদায়ে কড়া পদক্ষেপ, জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং পরিষেবাকে মজবুত করা ইত্যাদি দাবির সপক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাঙ্ক কর্মচারিরা এই সম্মেলনে অংশ নিয়েছে।