Agartala, Manabendra Nag: Sep 25, 2016: কমিশনার অব রেলওয়েজ সেফটি (সি আর এস) শৈলেশ কুমার পাঠক রবিবার আগরতলা-উদয়পুর রেললাইন খতিয়ে দেখেন। বহু প্রতিক্ষিত এই পরিদর্শন আগরতলা রেল স্টেশন থেকে শুরু হয়। ট্রলিতে চেপে শৈলেশ কুমার এবং অন্যান্য আধিকারিকরা রেল লাইনের বিবিধ টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষন করেন। পর্যবেক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পর, রেলওয়ে মন্ত্রকের কাছে সি আর এস বিস্তারিত রিপোর্ট পেশ করবে। রিপোর্টে কোন নেতিবাচক বিষয় উল্লেখ না করা হলে, রেল যাত্রী পরিষেবা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য: আগরতলা তেকে উদয়পুরের রেল পথে দূরত্ব প্রায় ৪৪ কিমি।