Mar 09, 2017:
উওর-পূর্বাঞ্চলের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও বানিজ্যিক ইতিহাস পুনরুদ্ধার করার ওপর গুরুত্ব আরোপ করে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের জে.এল নেহেরু স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ গতকাল সেন্টার ফর হেরিটেইজ এন্ড বিজনেস স্টাডিস চালু করেছে। এ উপলক্ষ্যে প্রথমবারের মতো হেরিটেজ কেলেনডার ২০১৭ প্রকাশ করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ গতকাল এই ক্যালেনডারটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।