June 16, 2017: গোর্খা জনমুক্তি মোর্চা (জি এম পি), পৃথক গোর্খা ল্যান্ড ইস্যুতে এবং পাহাড়ের চলতি সমস্যা মোকাবিলায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন। মোর্চার সাধারন সম্পাদক রোশন গিরি গতকাল, দার্জিলিং-এর সাংসদ সুরিন্দর সিং আলুওলিয়াকে নিয়ে নতুন দিল্লিতে, কেন্ত্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং –এর সঙ্গে দেখা করার পর একথা জানান। পাহাড়ে বাংলাভাষা বাধ্যতামূলক হচ্ছে না বলে রাজ্য সরকারকে অধ্যাদেশ জারি করতে হবে বলেও রোশন গিরি দাবি জানিয়েছেন।
পাহাড়ের সমস্যা সমাধানে কেন্দ্র, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, কেন্ত্রীয় সরকার শান্তির পক্ষে। তাঁরা চান, পাহাড়ে শান্তি ফিরুক। দার্জিলিং-এ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অবশ্যই তিনি রাজ্য প্রশাসনকেই দায়ী করেন। অনন্ত কুমার বলেন, যতটা ধৈর্য, সাবধানতা ও বিচক্ষনতার সঙ্গে পাহাড়ের পরিস্থিতি মোকাবিলা করা উচিত ছিল মুখ্যমন্ত্রী তা করতে ব্যর্থ হয়েছেন।
এদিকে, যেকোন পরিস্থিতিতেই পাহাড়ের অশান্ত পরিবেশ কড়া হাতে দমন করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পাহাড়ে পরোক্ষে ষড়যন্ত্রমূলক কাজ চলছে বলেও তাঁর অভিযোগ। (AIR NEWS)