Pro-Mass News Bureau: Nov 25, 2015
বিহারের পর ধাক্কা মধ্যপ্রদেশেও। খারাপ সময় যেন কিছুতেই বিজেপি’র সঙ্গ ছাড়ছে না। রতলাম-ঝাবুয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করলো কংগ্রেস। গত লোকসভা ভোটে এখানে ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন বিজেপির দিলীপসিংহ ভূরিয়া। তাঁর মৃত্যুতে উপনির্বাচন হয় সেখানে। বিজেপির প্রার্থী ছিলেন দিলীপ-কন্যা নির্মলা ভূরিয়া। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কান্তিলাল ভূরিয়া নির্মলাকে তাকে প্রায় ৮৯ হাজার ভোটে হারিয়েছেন। বিজেপি’র কাছে এযেন কাটা ঘাঁয়ে নুনের ছিটে। উল্টোদিকে এই ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেস।
অবশ্য মধ্যপ্রদেশেরই দেবাস বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছে। কিন্তু এতে জল আরও ঘোলা হয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। কারণ, বিজেপি’তে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান মোদি বিরোধী শিবির বলেই সকলে জানে। কাজেই উপনির্বাচনের পালা সাঙ্গ হতেই শুরু হয়েছে জয়-পরাজয়ের দায় ঠেলাঠেলি। মুখ্যমন্ত্রীর শিবিরের বক্তব্য রতলাম লোকসভা আসনে হার প্রমাণ করে মোদির জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী।