Pro-MASS News Bureau: Dec 16, 2015:
কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সঙ্গে মিলিতভাবে ‘দ্য অ্যাসোসিয়েটেড চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া’ তথা অ্যাসোচেম “সরকারি প্রকল্প সমূহ এবং বাজারের সঙ্গে সম্ভাবনাময় খাদ্য উদ্যোক্তাদের সংযুক্তকরণ” শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের স্থান প্রজ্ঞাভবন, আগরতলা। ২০১৫-র ১৯ ডিসেম্বর বেলা ১০টা ৩০ মিনিটে এই সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার। সম্মেলনে বিশিষ্ট বক্তাদের মধ্যে রয়েছে লোকসভার সাংসদ শ্রী জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অঞ্জন মুখার্জি, ত্রিপুরার মুখ্যসচিব শ্রী যশপাল সিং, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব শ্রী রঙ্গলাল জামুদা, ম্যাথুস এন্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রী এস এন নন্দী প্রমুখ। অ্যাসোচেমের বরিষ্ট অধিকর্তা ড: ওম এস ত্যাগী এতথ্য জানিয়েছেন।