Pro-MASS Knowledge Bench: Dec 17, 2015
কিছু গুরুত্বপূর্ণ জি.কেসেরেনা উইলিয়ামস এবছরের ‘সেরা স্পোর্টস্ পার্সন হিসাবে নির্বাচন করেছে স্পোর্টস্ ইলাসট্রেটেড উইক্লি ম্যাগাজিন। ১৯৫৪ সালে এই খেতাবটি প্রথম চালু হয় এবং প্রতিবছর সেরা খেলোয়ারকে পুরস্কৃত করা হয়। রজার ব্যানিষ্টার প্রথম এই পুরষ্কার জেতেন এবং এখনো পর্যন্ত টাইগার উডস্ একমাত্র খেলোয়ার যিনি এই খেতাব একাধিকবার জিতেছেন।
অবসর প্রাপ্ত সেনা কর্মীদের জন্য ‘ও আর ও পি’ প্রকল্প রূপায়ন সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য সরকার বিচারক এল নরসিম্হা’র নেতৃত্বে একটি বিচার-বিভাগীয় কমিটি গঠন করার কথা ঘোষণা করেছে।
রাষ্ট্রসংঘের উন্নয়ন বিষয়ক মানব কল্যাণ সূচকের নিরিখে প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং ভারতের স্থান ১৩০ নম্বরে।
দ্বাদশ দক্ষিণ এশিয়ান গেমস্ (এস এ জি) আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি গুয়াহাটি ও শিলং-এ অনুষ্ঠিত হবে। আসামের মুখ্যমন্ত্রী তরুন গগৈ এই অনুষ্ঠানের লোগো এবং ম্যাসকট উদ্বোধন করেছেন। প্রতি দুবছর অন্তর এই গেমস্ অনুষ্ঠিত হয়। প্রথম গেমস্ অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে, ১৯৮৪ সালে।
আই এফ এস সি’র পুরো নাম ইন্টারন্যাশনাল ফিনানসিয়াল সার্ভিসেস্ সেন্টার। প্রথম সেন্টারটি গুজরাটে স্থাপিত হয়।
Few Important GK
Serena Williams named as Sportsperson of the Year on Dec 14, 2015 by Sports Illustrated Magazine. The Magazine has started annually presented this award in 1954. Roger Bannister was the first recipient of this prize. So far, Tiger Woods is the only person who received the prize more than once.
Justice L Narasimha Reddy will head the Judicial Committee announced by the Central Govt on Dec 14, 2015 for OROP implementation for ex-servicemen.
Norway topped the Human Development Index of UNDP while India is in 130th position.
12th South Asian Games (SAG) will be held in Guwahati and Shillong from Feb 6-16, 2016. Assam CM Tarun Gagoi has launched the logo and mascot of the game. This SAG is held in every two years. The 1st SAG was held in Kathmandu, Nepal in 1984.
Full form of IFSC is International Financial Services Centre. The 1st such Centre was set up in Gujarat.
For more GK:
Pl regularly visit http://www.pro-mass.com and/or write to http://[email protected]