Pro-MASS News Bureau: Dec 18, 2015:
দুটি মামলায় উলফা নেতা অনুপ চেটিয়ার জামিনের আবেদন মঞ্জুর করলো বিশেষ টাডা আদালত। চেটিয়াকে ৫ লক্ষ টাকার বন্ডে আদালত জামিন দিয়েছে। সংসাদসূত্রের খবর, চেটিয়াকে জামিন দেওয়ার ক্ষেত্রে আসাম সরকারের কোন আপত্তি ছিল না। শান্তি-আলোচনায় যোগ দিতে চেটিয়া আগ্রহ প্রকাশ করেছে। আকাশবাণীর দেওয়া খবর অনুযায়ী, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকর গুয়াহাটিতে উলফা নেতা পরেশ বড়ুয়ার শান্তি-আলোচনায় অংশ নেওয়ার পক্ষে মতামত জানিয়েছেন। তিনি অনুপ চেটিয়ার সাথে জেলে গিয়েও দেখা করেন।