Pro-MASS News Bureau: Jan 2, 2016:
বিদেশ সফরের পর এবার স্বদেশ ভ্রমন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। তিনি ২রা এবং ৩রা জানুয়ারি কর্নাটক সফর করবেন। ঐদিন বিকেলে তিনি মাইশুরু-তে পৌঁছুবেন এবং শ্রী শুট্টুর মঠের জগদ্গুরু ড. শ্রী শিবরাত্রি রাজেন্দ্র মহেস্বামীজীর শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী আগামী ৩রা জানুয়ারি মাইশোর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০৩তম অধিবেশন উদ্বোধন করবেন এবং টুমকুর-এ হেলিকপ্টার তৈরির নতুন একটি নতুন ম্যানুফেকচারিং ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। একই দিনে অর্থাৎ রবিবার, ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী জিগনি-তে যোগা সম্বন্ধিত ২১তম আন্তর্জাতিক সম্মেলনেরও উদ্বোধন করবেন।