Paramita Gharai
February 15,2019:
বেয়নেট হাতে,
রক্ত রাঙানো পথ;
বেহেস্তে আজ কাশ্মিরী শীতলতা,
মন ভোলানো কূটনীতিতে রাজা দেশের কানুনে অদ্ভুত স্থবিরতা !
কফিনে শোওয়া সদ্য শহীদ দেহ বিদ্রুপ হাসি হাসে হাহা হাহা স্বরে,
মিছিলে হারায় মোমের আলোর শোক,
ভোটের অঙ্কে রাজার বাক্সে ভরে।
মুখ ফিরিয়ে নাও গো এবার ফাগ, কালপুরুষের জিজ্ঞাসা কেন থেমে?
বিভেদকামী শক্তিকে দাও রুখে, আমার দেশে বসন্ত আসুক নেমে।