ProMASS News Bureau: Jan 22, 2016
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ২৩ জানুয়ারি নেতাজি সম্পর্কিত ফাইলগুলির ডিজিটাল কপি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর ফলে, নেতাজি সম্পর্কে গোপন নথি প্রকাশের যে দাবি দীর্ঘদিন ধরে অপূর্ণ ছিল তা পূরণ হতে চলেছে। শুধু তাই নয়, নেতাজি সম্পর্কে বিভিন্ন তথ্যও প্রকাশিত ফাইলগুলি থেকে সংগ্রহ করতে পারবেন গবেষকরা।
জাতীয় পুরাতত্ত্ব বিভাগ থেকে বলা হয়েছে যে নেতাজি সম্পর্কিত ২৫টি গোপন ফাইলের ডিজিটাল সংস্করণ তারা প্রতি মাসেই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করবেন। উল্লেখ্য, ১৯৯৭ সালে ভারতের জাতীয় পুরাতত্ত্ব বিভাগ আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে ৯৯০টি প্রকাশিত নথি তাদের সংগ্রহে রাখতে পেরেছিল। এই ফাইলগুলি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে প্রাপ্ত। এরপর ২০১২ সালে তাদের সংগ্রহে আসে আরও ১০৩০টি ফাইল যাতে খোসলা কমিশন এবং বিচারপতি মুখার্জি কমিশনের বিভিন্ন নথিপত্র ছিল। সবক’টি ফাইলই সরকারি নথি আইন, ১৯৯৭-এর আওতায় সরকারিভাবে প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর নেতাজি পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত যাবতীয় গোপন নথি ও ফাইল তাঁর সরকার জনসমক্ষে প্রকাশ করবে। তাঁর এই ঘোষণা অনুযায়ী ৪ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রথম ৩৩টি ফাইল প্রকাশ করে তুলে দেওয়া হয় ভারতের জাতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে। এরপরে, নেতাজি সম্পর্কিত গোপন নথি ও ফাইল জনসমক্ষে প্রচারের উদ্যোগ নেওয়া হয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। এর সবগুলিই তুলে দেওয়া হয় জাতীয় পুরাতত্ত্ব বিভাগের কাছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আরও কয়েকটি ফাইল প্রকাশ করে পাঠানো হয় পুরাতত্ত্ব বিভাগে। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় পুরাতত্ত্ব বিভাগ নেতাজি সম্পর্কিত ১০০টি ফাইল ডিজিটাল আকারে প্রকাশ করে সরকারি ওয়েবসাইটে।