ProMASS News Bureau: Mar 5, 2016:
কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক (ডোনার) মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং ২০১৬-১৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন। ডাঃ জিতেন্দ্র সিং বলেন, বিগত বছরের তুলনায় ডোনার মন্ত্রকের জন্য বাজেটের পরমিান ২৩৩৪.৫০ কোটি টাকা থেকে বেড়ে ২,৪০০ কোটি টাকা করা হয়েছে এবছর। তিনি বলেন, বরাদ্দে অন্যান্য সব কিছুর সঙ্গে অতিরিক্ত হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ন ঘোষনা হল “জৈব মূল্যশৃঙ্খল বিকাশ প্রকল্প, ১১৫ কোটি টাকার এই স্বতন্ত্র ও অভিনব প্রকল্পটি সমগ্র অঞ্চলের পট-পরিবর্তন করবে। এটা শুধু এই অঞ্চলের জৈব উদ্যোগীদের অনাবিষ্কৃত অফুরন্ত সম্বাবনাকেই চাঙা করতে সহায়তা করবে না, উপরন্তু এটা সমগ্র অঞ্চলে নতুন ‘স্টার্ট আপ’-এর জন্য একটি ইতিবাচক বাতাবরন সৃষ্টি করবে। তিনি বলেন, বর্তমানে সরকার জৈব চাষের প্রতি উৎসাহ দিচ্ছে এবং এজন্য উত্তর-পূর্বে একটি গন্তব্যস্থল হয়ে উঠেছে। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিকিমকে ভারতের প্রথম জৈব রাজ্য হিসাবে ঘোষনা করেছেন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে তিনি এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের ৫৬টি মন্ত্রকের আওতায় উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৩৩০৯৭.০২ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। বিগত বছরের তুলনায় যা ১৪% বেশি এবং বিগত বাজেট এর পরিমান ছিল ২৯০৮৭.৯৩ কোটি টাকা। ‘তামাদি অযোগ্য কেন্দ্রীয় সহায়সম্পদ ভান্ডার (এন এল সি পি আর)-এর আওতায় বাজেট বরাদ্দ ৯০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের জন্য বরাদ্দের পরিমান ৭০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭৯৫ কোটি টাকা করা হয়েছে।
মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলে সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ১৫০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। ডা: জিতেন্দ্র সিং এছাড়াও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রীর ‘স্টার্স্ট আপ ইন্ডিয়া’ কর্মসূচিকে এই অঞ্চলে আরও তেজি করতে ‘উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন অর্থ নিগম’ (এন ই ডি এফ আই)-এর জন্য বাজেট বরাদ্দ ৩০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭৫ কোটি টাকা করা হয়েছে। একইভাবে স্টার্ট-অ্যাপ কর্মসূচিকে আরও চাঙা করতে ‘দক্ষতা বিকাশ’-এ বাজেট ১৬ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৬ কোটি টাকা। তিনি বলেন, বাজেটে এছাড়াও গ্রামীণ জীবীকার জন্য ১৫০ কোটি টাকার সংস্থান রয়েছে। দেশের বাকি অংশের কাছে উত্তর-পূর্বকে তুলে ধরার বিষয়টি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, এই জন্য বাজেটে বরাদ্দের পরিমান ১০.৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে এ বছর ১৭ কোটি টাকা করা হয়েছে যা বিগত বছরের বরাদ্দের চেয়ে ৬০% বেশি।
উত্তর-পূর্বে যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়ার বিষয়টি উল্লেখ করে ডা: জিতেন্দ্র সিং বলেন, ডোনার মন্ত্রক ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-র অংশ হিসেবে এবং ভারত-বাংলাদেশ রেল যোগাযোগের জন্য তহবিলের সংস্থান করাটা ডোনার মন্ত্রকের প্রধান উদ্যোগ। তিনি আরও বলেন, এজন্য ভারতের দিক থেকে বাজেটে ব্যয় বরাদ্দ ৫৮৭ কোটি টাকা যার সংস্থান করবে ডোনার মন্ত্রক। মন্ত্রী বলেন, সারা দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মান উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে ১০,০০০ কোটি টাকা, এই বরাদ্দ থেকে উত্তর-পূর্বের জন্য এই খাতে বিশেষ অংশ বাবদ ১৬২৩ কোটি টাকা ব্যয় করা হবে।
ডা: জিতেন্দ্র সিং জানান, ‘বোড়োল্যান্ড উপজাতি পরিষদ’ (বি টি সি)-এর জন্য ব্যয় করা হবে ৩০০ কোটি টাকা। তিনি বলেন, সার্বিকভাবে এ বছর উত্তর-পূর্বের জন্য বাজেট বরাদ্দ শুরু যথেষ্টই নয়, উপরন্তু অত্যন্ত সৃষ্টিশীল এবং তিনি আশা করেন যে রাজ্য সরকারগুলি সময় মতো তাদের ডি পি আর দাখিল করা, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া, রাজ্যের অংশ হিসেবে তহবিলের ১০ শতাংশ দেওয়ার মাধ্যমে একই উদ্যোমে সহযোগিতা সহ সাড়া দেবে।