ProMASS News Bureau: Mar 10, 2016:
জাপানের আর্থিক প্রকল্প জাইকায় ত্রিপুরায় বনাধিকার আইনে জমির পাট্টা প্রাপ্ত ৩৭ হাজার আদিবাসী পরিবারকে কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভব হয়েছে। আগামী অর্থবছরে এই প্রকল্পের ১০ম বর্ষীয় মেয়াদ শেষ হবে। বৃহস্পতিবার মহাকরণে এখবর জানিয়ে বনমন্ত্রী ও গ্রামোন্নয়ন নরেশ জমাতিয়া বলেন, জাইকা প্রকল্পে বন দপ্তর মোট ৪০০ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য পাবে। মনরেগা প্রসঙ্গে নরেশ জমাতিয়া বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ত্রিপুরায় মনরেগা-য় গড়ে ৯২ শ্রম দিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে এবং তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে, এডিসি পরিচালিত ছাত্রাবাসগুলিতে শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে ‘স্মার্ট ক্লাস’ প্রথা চালু করা হবে এবং পরে পর্যায়ক্রমে বিদ্যালয়গুলোতেও এই পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন এডিসি’র মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। বৃহস্পতিবার এডিসি সদর খুমলুঙ-এ এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা বলেন। এছাড়া, ১২৫টি বিদ্যালয়ে পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্তও তিনি ঘোষণা করেন।
বৃহস্পতিবার আগরতলার সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে শুরু হল পুনম গুপ্তার একক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীটি উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যপাল তাঁর ভাষণে স্বপ্ল সময়ের মধ্যে ত্রিপুরার উপরে সৃষ্টি করা এধরণের চিত্রশিল্পের প্রশংসা করেন। রাজ্যের প্রাকৃতিক পরিবেশ নিয়ে শিল্পীর আঁকা ছবির ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার থেকে প্রদর্শনীটি তিনদিন খোলা থাকবে। উল্লেখ্য, শিল্পী পুনম গুপ্তা হলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তার স্ত্রী।