ProMASS News Bureau: Mar 17, 2016:
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ভানুলাল সাহার শারীরিক অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে তপন চক্রবর্ত্তী এবারের বাজেট অর্থাৎ ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করবেন। একই দিনে অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করা হবে। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে বাজেটের উপর আলোচনা। বাজেট অধিবেশনের শেষ দিনে, ৭ এপ্রিল রাজ্যের তৎকালীন মন্ত্রী বিমল সিনহার হত্যাকান্ড নিয়ে গঠিত ইউসুফ কমিশনের রিপোর্ট পেশ করা হবে।