ProMASS News Bureau: Agartala, Sep 02, 2016: সুপ্রিম কোর্টে ত্রিপুরার প্রাইমারি, গ্রেজুয়েট এবং পোষ্ট-গ্রেজুয়েট ১০,৩২৩ জন শিক্ষককে চাকরী থেকে বরখাস্ত করার মামলার শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে গেছে। প্রসঙ্গত: ত্রিপুরার উচ্চ আদালতে মুখ্য বিচারপতি দীপক কুমার গুপ্তা এবং বিচারপতি এস সি দাস এক রায়ে প্রাইমারি থেকে উচ্চতর মাধ্যমিক স্তর পর্যন্ত ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে নিযুক্ত ১০,৩২৩ জন শিক্ষকের নিয়োগ বাতিল করেন। এই রায় দেওয়া হয় গত ২০১৪ সালে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষক এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই রায়ের বিরোধিতা করে জুলাই ২০১৪ সালে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সেইসময় থেকে সুপ্রিম কোর্টে এইব্যাপারে শুনানি ঝুলে রয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে আগাম অনুমতি নিয়ে ঐ শিক্ষকদের রেগুলারাইজ করা হয়। সুপ্রিম কোর্টের রায় নিয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় ভুগছে ১০,৩২৩ জন শিক্ষক ও তাদের পরিবার এমনটাই জানিয়েছে জনৈক ভুক্তভোগী শিক্ষক।
