PNB, Agartala, Manabendra Nag: Sep 08, 2016: ত্রিপুরার জিমন্যাষ্ট দীপা কর্মকারকে ‘ভারতের গর্ব’ বলে অভিহিত করলেন তৃণমূল দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এবং তৃণমূল দল দীপা-কে যে কোন রকমের সহায়তা করবে বলে তিনি জানিয়েছেন। আজ সকালে তৃণমূল দলের পক্ষ থেকে মুকুল রায়ের নেতৃত্বে একটি দল দীপার বাড়িতে যান এবং রিও অলিম্পিকে অসাধারণ প্রদর্শনের জন্য দীপাকে সংবর্ধনা জানায়। আগামী ২০২০ সালের অলিম্পিকে দীপা পদক জিতবে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূণ ব্যানার্জী। এছাড়া রাজ্য তৃণমূলের সদস্য সুদীপ রায়বর্মন একটি নেকলেস দীপাকে দিয়েছেন।