ProMASS: Kailashar: Manabendra Nag: Sep 11, 2016: বাংলাদেশের মধ্য দিয়ে এই প্রথম ত্রিপুরার জন্য পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কার এসে পৌঁছুলো রাজ্যের উনকোটি জেলার কৈলাসহরে। শনিবার রাতে ট্যাঙ্কারগুলো বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করে। রাতেই ট্যাঙ্কারগুলোকে আইওসি’র ধর্মনগর ডিপোতে পাঠানো হয়েছে।
বাংলাদেশের মাটি ছুঁয়ে প্রথমবার ট্যাঙ্কারগুলো ত্রিপুরায় এসে পৌঁছানোর ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে শনিবার মাঝ রাতে শত শত নাগরিক সীমান্ত চেকপোষ্টে উপস্থিত ছিলেন। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্ত্তী ট্যাঙ্কার চালকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই ঐতিহাসিক যাত্রাকে স্বাগত জানান।
উল্লেখ্য, প্রতিবারই বর্ষাকালে আসাম-আগরতলা সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সেকারণেই বিকল্প সড়ক যোগাযোগের প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ সরকার সম্মতি দেওয়ার পর শিলং-এর ডাউকি চেকপোষ্ট থেকে বাংলাদেশের সিলেট, মৌলবি বাজার, সমসের মপর, চাতলাপুর হয়ে মনু স্থল বন্দর পর্যন্ত মোট ১৩৮ কিমি পথ পাড়ি দিয়ে পেট্রোল ট্যাঙ্কার ও একটি বুলেট এসে কৈলাসহরে পৌঁছায়। ভারত-বাংলাদেশের মধ্যে মজবুত দ্বি-পাক্ষিক সম্পর্কের নতুন আর এক প্রতিফলন হল পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কারের জন্য এই বিকল্প পথ।