ProMASS News Bureau: Agartala: Sep 12, 2016: আজ সন্ধ্যায় ঢাকার ভারতীয় দূতাবাসের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা মহাকরনে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারের সময় দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শ্রিংলা জানান, তিনি সম্প্রতি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রতিবেশি রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ও ভারতের হাই কমিশনারের সৌজন্যমূলক সাক্ষাতের পরম্পরা রয়েছে। এই উদ্দেশ্যেই তিনি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আরও দৃঢ় করে কীভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায় সেজন্য ত্রিপুরা ও বাংলাদেশ সরকার সচেষ্ট রয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার খুবই আন্তরিক বলে তিনি সাংবাদিকদের জানান। ত্রিপুরার সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক সব সময় বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।