ProMASS News Bureau: Sep 14, 2016: বহুকাঙ্খিত সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে শিল্প-প্রশিক্ষণ সংস্থা (আই টি আই)-এর উদ্বোধন হল আজ। শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্ত্তী আজ আনুষ্ঠানিকভাবে এই আই টি আই-এর উদ্বোধন করেন। এই আইটিআই চালু হলে সিপাহীজলা জেলার আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায় সহ পিছিয়ে পড়া অংশের যুবক-যুবতীদের ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হল। এই সংস্থাটি চালু হওয়ায় শিক্ষা ক্ষেত্রে সমগ্র জেলার উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, হোষ্টেল, বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ বিদ্যুতায়ন, আসবাবপত্র কেনা ইত্যাদি সব মিলিয়ে ব্যয় হয়েছে ৯ কোটি ২২ লক্ষ ৭৬ হাজার টাকা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সহীদ চৌধুরী, বিধায়ক রমেন্দ্র নারায়ন দেববর্মা এবং কেশব দেববর্মা প্রমুখ উপস্থিত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
ভাষণে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্ত্তী বলেন, সাক্ষরতার হারে ত্রিপুরা দেশের শীর্ষে রয়েছে। রাজ্যকে ১০০% সাক্ষর করে তুলতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নব সাক্ষর পড়ুয়াদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে রাজ্য এবং দেশের উন্নতি করতে হবে। মন্ত্রী ভানুলাল সাহা বলেন, আইটিআই-এর মত প্রশিক্ষণ কেন্দ্রের অনেক গুরুত্ব রয়েছে। অতীতে দেখা গেছে, এধরণের কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক যুবক-যুবতী রাজ্যে এবং বর্হিরাজ্যে কর্মসংস্থানের সুযোগ করে নিতে পেরেছেন। বিশ্রামগঞ্জের আইটিআই-এর উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব ভি জি জেনার।