ProMASS News Bureau: Agartala: Sep 15, 2016: আগরতলা অসামরিক বিমান বন্দরে আজ সকালে বায়ুসেনার সুখৌই এসইউ-৩০ কমব্যাট জেট বিমান অবতরন করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে কিছুক্ষণ পরেই বিমানটি আবার আকাশে উড়ে যায়। সংবাদসূত্রের খবর, শান্তির পরিবেশে এই বিমানের অবতরন নিছকই রুটিন মাফিক ব্যাপার, মূলত: প্রশিক্ষণের লক্ষ্যেই এই ধরণের রুটিন কার্যক্রম নেওয়া হয়। উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলে সুখৌই স্কোয়াড্রন প্রথম চালু হয় আসামের তেজপুরে। যদিও ভারত-চিন সীমান্তে ভারতীয় সেনাবল বাড়াতে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই উদ্যোগী হয়েছে তবুও আজকে সুখৌই জেট আগরতলা বিমান বন্দরে অবতরণের পেছনে কোন বিশেষ তাৎপর্য্য আছে বলে তথ্যাভিজ্ঞ মহল মনে করছে না।