ProMASS News Bureau: Agrtala: Sep 19, 2016: আগামীকাল ত্রিপুরা প্রদেশ বিজেপি ১২ দফা দাবির স্বপক্ষে মহাকরণ অভিযান করবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। রাজ্য সরকারের দুর্নীতি, প্রতারণার অভিযোগ তুলে দেওধর দাবি করেন, আগামীকালের মহাকরণ অভিযানের মধ্য দিয়েই ত্রিপুরায় বামফ্রন্টের সরকারের পতনের বিদায় ঘন্টা বেজে উঠবে।
উল্লেখ্য, রাজ্য সরকারের কর্মচারিদের কেন্দ্রীয় হারে বেতন দেওয়া, রাজ্যে মনরেগার ন্যূনতম মজুরি বাড়ানো সহ মোট ১২ দফা দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের আট জেলায় ডেপুটেশন কর্মসূচি বিজেপি পালন করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রদেশ বিজেপি’র সহ-সভাপতি সুবল ভৌমিক জানান, আগামীকালে মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ২৫ হাজার সমর্থক অংশ নেবেন।