ProMASS News Bureau: Agartala: Sep 21, 2016: রাজ্যের বায়ো-টেকনোলজি ডাইরেক্টটরেট, ট্রেডা এবং বিএএডি কলকাতার যৌথউদ্যোগে আগরতলার অদূরে মেঘলিপাড়া গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি ১০ জন সুবিধাভোগীর হাতে ১০টি বায়ো-গ্যাস ইউনিট বিতরণ করা হয়। এই ইউনিটগুলিতে ২৫ থেকে ৩০ কেজি গোবর ব্যবহার করে দৈনিক দুই থেকে তিন ঘন্টা জ্বালানী তৈরি করা যাবে। ইতিমধ্যে মেঘলিপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৫জন সুবিধাভোগীকে এই ধরণের ১৫টি ইউনিট বিতরণ করা হয়েছে। বর্তমানে এই এলাকায় মোট ২৫টি বায়ো-গ্যাস ইউনিট সুবিধাভোগীরা ব্যবহার করছেন। এর প্রত্যক্ষ ফলশ্রুতিতে এলপিজি গ্যাস ব্যবহারের নির্ভরতা অনেকাংশে হ্রাস পেয়েছে।

এই বায়ো-গ্যাস ইউনিট বিতরণ অনুষ্ঠানেউপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর এবং রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ।এছাড়াও জৈব প্রযুক্তি দপ্তরেরআধিকারিক অঞ্জন সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। দপ্তরের এইধরণের ইতিবাচক ভূমিকার প্রশ্ংসা করে ভাষণে পবিত্র কর এবং বিজিতা নাথ উভয়েই বর্তমান সময়ে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য: মেঘলিপাড়া গ্রাম পঞ্চায়েতকে একটি আদর্শ জৈব গ্রাম হিসেবে তুলে ধরতে রাজ্যের বায়ো-টেকনোলজি দপ্তর ইতিমধ্যে বায়ো-গ্যাস ইউনিট বিতরণ করা ছাড়াও কৃষকদের মধ্যে মৌমাছি পালনের বাক্স, জৈব সার, জৈব কীটনাশক, স্প্রেয়ার ইত্যাদি সামগ্রী বিতরণ করেছে।