ProMASS News Bureau: Agartala: Sep 26, 2016: ত্রিপুরা বিধানসভার শরৎকালীন অধিবেশন আজ শেষ হল। অধিবেশনের শেষ দিনে বিধানসভায় গুরুত্বপূর্ণ পণ্য ও পরিষেবা কর (জি এস টি) বিল অনুমোদিত হয়েছে। উল্লেখ্য সংসদে ইতিমধ্যেই বিলটি পাশ হয়েছে। সব রাজ্য বিধানসভায় বিলটি অনুমোদন পাওয়ার পরেই সারা দেশে জি এস টি চালু করার প্রক্রিয়া শুরু হবে।
অন্যদিকে আজ এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়ে রইল ত্রিপুরা বিধানসভা। শাসক দল সি পি আই-এম দলের চার সদস্যা বিধানসভায় আজ একটি আলোচ্য বিষয় নিম্নরুচি সম্পন্ন বলে অভিযোগ তুলে কক্ষত্যাগ করেন। রাজ্যে যৌন কর্মী এবং এইডস ও এইচ আই ভি রোগ নিয়ে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের তর্ক-বিতর্ক চলাকালে চার জন মহিলা বিধায়ক কক্ষ ত্যাগ করেন। শাসক দলের এই চারজন মহিলা বিধায়ক হলেন, প্রাক্তন মন্ত্রী বিজয় লক্ষ্মীসিনহা, রীতা কর, গৌরি দাস এবং টুলু মালাকার।