Ramesh Debnath: Agartala: Sep 30, 2016: পর্যটন এখন আর নিছক বিলাসিতা নয়। অন্যান্য অনেক শিল্পের মতো পর্যটন এখন এক শিল্প। দেশের অর্থনৈতিক বিকাশে এর ভূমিকা কোন অংশে কম নয়। এর মাধ্যমে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি অন্যের কাছে মেলে ধরা যায়। মানুষে মানুষে মিলনের ক্ষেত্র প্রসারিত হয়। নুতন চিন্তা চেতনার আদান প্রদানে উদারতা বাড়ে। সর্কীনতা দূর হয়।পর্যটন কেন্দ্রকে ঘিরে বিভিন্ন আর্থিক কর্মকান্ডে এলাকাবাসীর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে যায় রাজ্য, দেশও।
পর্যটন স্থান গড়ে উঠে নৈসর্গিক সৌন্দর্য, ধর্মীয় মাহাত্ব্য অথবা ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী। চন্ডীছড়া লেকও নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। সোনামুড়া মহকুমার মোহনভোগ ব্লকে দক্ষিন তৈবান্দাল এ ডি সি ভিলেজের অর্ন্তগত এই লেকটি। মেলাঘর থেকে প্রায় ষোল কি:মি: দূরে এই কৃত্রিম লেকটি সৃষ্টি করা হয়েছিল প্রায় দশ বছর আগে।এই লেকটির বিস্তৃতি প্রায় ৬০ হে: জায়গা জুরে।শীতের শুরুতেই হাজার হাজার পরিযায়ি পাখির কলকাকলিতে মুখরিত হয় এই এলাকাটি। তাছাড়া লেকের তীরে গাছগাছালিতে সর্বদাই শোনা যায় অসংখ্য পাখির কিচিরমিচির। রয়েছে বানরের আনাগোনাও। সে এক রোমাঞ্চকর অনুভূতি। দীর্ঘ সময় অনাবৃষ্টিতে রাজ্যের অনেক স্থানে জলাশয় শুকিয়ে গেলেও এই জলাশয়ের জল কমেনা।

সম্প্রতি গ্রামোন্নয়ন দপ্তর এই লেককে কেন্দ্র করে একটি জল পরিশোধন প্রকল্প স্পাপনের কাজ হাতে নিয়েছে। এই লেক থেকে জল উত্তোলন করে তা পরিশোধিত করে দক্ষিন তৈবান্দাল ও উত্তর তৈবান্দালের কিছুকিছু স্থানে সরবরাহ করা হবে।তাছাড়া এই লেকের জল পার্শ্ববর্তী নেওয়াছড়া, উলুখলা, রাইচরন পাড়া, বড়খলা প্রভৃতি স্থানে সেচের কাজেও ব্যবহার করা হচ্ছে। এই লেকে মৎস চাষেরও বিরাট সম্ভাবনা রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সরকার এই লেক পরিদর্শন করেন। তিনি স্থানিয় স্ব-সহায়ক গোষ্ঠিকে কাজে লাগিয়ে বানিজ্যিক ভাবে এই লেকে মৎস চাষ শুরু করার কথা বলেন। এই লেকের তীরে বন দপ্তর বনায়নের পরিকল্পনা গ্রহন করেছেন। মেলাঘরে রয়েছে সাগরমহল পর্যটন আবাস। সুতরাং রাজ্যের এবং বহি:রাজ্যের পর্যটকরা সাগরমহলে থেকেই এই লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চন্ডীছড়া লেক ত্রিপুরার পর্যটন মানচিত্রে এক নুতন ঠিকানা হয়ে উঠতে পারে।
আমাদের ত্রিপুরা আয়তনে ছোট রাজ্য। কিন্ত আমাদের রাজ্য প্রকৃতিক সৌন্দর্য্যের সমুদ্র।পর্যটকদের কাছে তার আকর্ষন বহু দিনের। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং আতিথেয়তা বার বার মুগ্ধ করেছে দেশী বিদেশী অতিথিদের। আমরা অপেক্ষায়, চন্ডীছড়া লেকও অচিরেই জায়গা করে নেবে দেশী বিদেশী ভ্রমন পিপাসুদের মনের গভীরে। (ICAT Feature)