ProMASS, Agartala, Oct 6, 2016: আগরতলায় আজ সি পি আই এম-এর দুদিনের রাজ্য কনভেনশন শেষ হল। সন্ত্রাসবাদের মত গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি দেশের আর্থ-সামাজিক সমস্যা নিয়ে দল আলোচনা করেছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। আজ কনভেনশনের পর সাংবাদিক সম্মেলনে দলের সম্পাদক বিজন ধর বলেন, দেশে কৃষক আত্মহত্যার ঘটনা বাড়ছে, বাড়ছে চিনি, পেট্রোল সহ বিভিন্ন পণ্যের দাম। অথচ ভারত সরকার এইসব সমস্যা নিরসনে কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলস্বরূপ, দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর দৈনন্দিন সমস্যা ক্রমে বেড়ে চলেছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ভেঙে পড়ার প্রেক্ষিতে ভারতীয় অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে কনভেনশনে বিস্তারিত আলোচনা হয়েছে। বিজন ধর জানান, পরিকল্পনা কমিশন বাতিল করার ফলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের আর্থিক ক্ষতি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে উন্নয়নমূলক কর্মসূচি।
উল্লেখ্য, বিগত বেশ কিছু সপ্তাহ ধরে দেশের মিডিয়ায় আম জনতার মূল আর্থিক সমস্যা, গুজরাটে দলিত আন্দোলন ইত্যাদি বিষয়গুলি নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে না। এমন অবস্থায়, দেশের কনভেনশনে দেশের আর্থ-সামাজিক সমস্যার পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা।
আজকের সাংবাদিক সম্মেলনে সি পি আই এম দলের পক্ষ থেকে বিজেপি’র রাজ্য সম্পাদকের একটি মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। পাকিস্তানে সার্জিক্যাল অপারেশন করতে পারলে, একই ধরণের অপারেশন ত্রিপুরায়ও করা সম্ভব বলে বিজেপি’র রাজ্য সম্পাদকের মন্তব্যের খবরে সিপিআই-এম দলের সম্পাদক বিজন ধর বলেন, গণতান্ত্রিক পদ্ধতি অগ্রাহ্য করে পেছনের দরজা দিয়ে ত্রিপুরার ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। এব্যাপারে তিনি বিজেপি’র প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন।